নওগাঁর নিয়ামতপুরে শিবনদীতে মাছ ধরার একটি ডিঙি নৌকা থেকে এক নব দম্পতির মরদেহ পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে শিবনদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে তাদের দুজনের নাম রায়হান আলী (২৪) ও তার স্ত্রী তারাবানু (১৮)। চার মাস আগে তারা বিয়ে করেছিলেন।
রায়হান আলী নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ও তারাবানু একই উপজেলার শ্রীকলা গ্রামের ইস্কেন্দার আলীর মেয়ে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘সকালে শিবনদীতে মাছ ধরার একটি ডিঙি নৌকায় স্বামী ও স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’