রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

ড. ইউনূসের মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৪
ড. ইউনূসের মামলায় সরকারের হাত নেই: আইনমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সরকারের কোন হাত নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে ড. ইউনুসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন। এসব প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরকারের কোন হাত নেই।”

বিএনপির আন্দোলন নিয়ে আইনমন্ত্রী বলেন, “দেশে গণতন্ত্র আছে। নির্বাচন ঘিরে দেশের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সবাই দেখেছে। মানুষ এখন সরকারের উন্নয়ন কাজে মনোযোগী।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, তারা (বিএনপি) কত ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন, তারা রেলগাড়ির বগিতে মানুষ পুড়িয়ে মেরেছে। আপনারা দেখেছেন, ২০১৩ সালে তারা বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। এই ভাঙচুর, মানুষ মারা, আগুন দেওয়া—এগুলো বিএনপির অভ্যাস।’

এদিন দুপুরে কসবা উপজেলার কুটি বাজার-কসবা পুরোনো বাজার ডিসি সড়কের বিজনা নদীতে একটি সেতুর উদ্বোধন করেন আইনমন্ত্রী। ২৪ ফুট প্রস্থ ও ৮৮ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৬৩ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মান্নান, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার ও কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানীসহ আরও অনেকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ