শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

ঢাকাকে হারিয়েছে মিথুনের সিলেট

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪
ঢাকাকে হারিয়েছে মিথুনের সিলেট

চলতি বিপিএলের দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স মাঠের খেলায় সমর্থকদের রীতিমতো হতাশ করেছে। পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে দল দুটো। বিপিএলের শেষ চারের আশাও অনেকটা ক্ষীণ। এবার বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যে লড়াইয়ে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে দিয়েছে মিথুনের সিলেট।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৪ রান তোলে দুর্দান্ত ঢাকা। জবাবে ১৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সিলেট। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৩ রান করেন নাজমুল হোসেন শান্ত।

১২৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। দলীয় দুই রানের মাথায় সামিত প্যাটেলের উইকেট হারায় দলটি। রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটার। তার বিদায়ে পর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার হ্যারি টেক্টর। ৯ বলে আট রান আসে তার ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামলে জাকির হাসান ও নাজমুল শান্তর ব্যাটে প্রতিরোধ গড়ে সিলেট।

এই দুইজনের জুটিও খুব বেশি বড় হয়নি। দলীয় ৪১ রানের মাথায় জাকিরের বিদায়ে ভাঙে এই জুটি। ৯ বলে আট রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে বেনি হাওয়েল ও রায়ান বার্লের ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয় সিলেটের।

এর আগে বোলিং শুরু করে প্রথম ওভারেই সাফল্য পেয়ে যায় সিলেট। নাইম হাসান ফিরিয়ে দেন ঢাকার ওপেনার সাব্বির হোসাইনকে। তবে দ্বিতীয় জুটিতে লড়াই জমিয়ে তোলেন নাঈম শেখ ও সাইফ। এই জুটিতে পথ দেখে ঢাকা। তবে, সাইফের বিদায়ে এই জুটি ভাঙলে ফের বিপদ বাড়ে ঢাকার। দলীয় ৮২ রানে বিদায় নেন সাইফ। পরের ওভারে নাঈমও ফেরেন সাজঘরে। ফেরার আগে ২৯ বলে ৩৬ রান করে যান তিনি।

থিতু হওয়া দুই ব্যাটার ফিরলে রানের গতি কমে ঢাকার। মাঝে অ্যালেক্স রস, সাইম আয়ুব, ইরফান শুক্কুর মিলে পারেননি হাল ধরতে। ব্যাটারদের দায়িত্বহীনতায় শেষ পর্যন্ত ১২৪ রানে গিয়ে থামে ঢাকা। সিলেটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন সামিত প্যাটেল। রেজাউর রহমান রাজার শিকার তিনটি। ৩২ রান দিয়ে নাইম নেন একটি। ১৭ রানে বেনি হাওয়েলের শিকারও একটি।


এ বিভাগের অন্যান্য সংবাদ