সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

ঢাকা কলেজ ও নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় ৩ মামলায় আসামি ১২০০

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২১, ২০২২

ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায নিউ মার্কেট থানায় মোট তিন মামলা হয়েছে।

এর মধ্যে দুই মামলার বাদী পুলিশ, এক মামলার বাদী নিহত নাহিদ হোসেনের চাচা। এটা হত্যা মামলা। তিন মামলায় নামসহ অজ্ঞাত আসামি অন্তত ১২০০ জন।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের সহিংস সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১২০০ জনকে। তারা অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী ও শিক্ষার্থী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

তবে এই তিন মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল বিকেলেও নিউ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে বহু আহত হয়েছেন। শেষ খবর পর্যন্ত মারা গেছেন দুই জন।


এ বিভাগের অন্যান্য সংবাদ