ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায নিউ মার্কেট থানায় মোট তিন মামলা হয়েছে।
এর মধ্যে দুই মামলার বাদী পুলিশ, এক মামলার বাদী নিহত নাহিদ হোসেনের চাচা। এটা হত্যা মামলা। তিন মামলায় নামসহ অজ্ঞাত আসামি অন্তত ১২০০ জন।
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের সহিংস সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১২০০ জনকে। তারা অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী ও শিক্ষার্থী বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে এই তিন মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল বিকেলেও নিউ মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে বহু আহত হয়েছেন। শেষ খবর পর্যন্ত মারা গেছেন দুই জন।