বৃত্তান্ত প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্ত ৭৫টি ওয়ার্ড কমিটির সবগুলোই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিলুপ্তির কথা জানানো হয়েছে। তবে বিলুপ্তির কোন কারণ এতে জানানো হয়নি।
দলকে রাজনৈতিকভাবে চাঙ্গা করতে সম্প্রতি বিএনপি ঢাকা মহানগরীর দু’টি ইউনিটের কমিটি ভেঙ্গে দিয়ে দুটি আহ্বায়ক কমিটি গঠন করে। এতে ঢাকা উত্তরে আমানউল্লাহ আমানকে এবং দক্ষিণে আবদুস সালামকে আহ্বায়ক করা হয়েছে।
বিএনপি সূত্রগুলো বলছে, দলের মাঠ পর্যায়ের এসব কমিটি পূনর্গঠণের অংশ হিসেবে এ বিলুপ্তির আদেশ দেওয়া হতে পারে। তবে বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন কোন কমিটি ঘোষণা করা হয়নি।