ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, ‘সেনাপ্রাঙ্গণ’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনা নিবাসে এ দুটি ভবন উদ্বোধন করেন তিনি।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, এএফআইপি বিভাগের জন্য নতুন ভবন নির্মিত হয়েছে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নির্মিত হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, সেনাপ্রাঙ্গণ।
সকালে এ দুটি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধানসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।