মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই ঘোষণাপত্র- বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব

ঢাবির হলে থাকতে পারবেন বিবাহিত-অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরাও

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ২২, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকা সংক্রান্ত বিধিনিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বাতিল করায় বিষয়টি নিয়ে জটিলতা দূর হলো। ফলে এখন থেকে বিবাহিত মেয়েরাও এসব হলে থাকতে পারবেন।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাবির প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এ কে এম গোলাম রাব্বানী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

গোলাম রাব্বানী বলেন, ‘ঢাবির আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকা সংক্রান্ত বিধিনিষেধ রহিত করা হয়েছে। এখন থেকে তারা হলে থাকতে পারবে।’

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অন্তঃসত্ত্বা মেয়েদের ক্ষেত্রে মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য পরিবারের কাছে থাকাই ভালো।

ঢাবিতে ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে আসন বণ্টনের নীতিমালার একটি ধারায় বলা আছে, ‘কোনও ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তাঁর সিট বাতিল হয়ে যাবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রী চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ পাবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবে না।’

আসন বণ্টনের নীতিমালার ধারাটি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে ঢাবিতে আবাসিক হলের সিট বাতিল করার নিয়মের অবসান চেয়েছেন ছাত্রীরা।

ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে এ নিয়ে আবেদন জানান পাঁচটি ছাত্রী হলের প্রতিনিধিরা। তারা মনে করেন, ঢাবির আবাসিক হলে সিট পাওয়া বৈধ ছাত্রীদের অধিকার।


এ বিভাগের অন্যান্য সংবাদ