ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকা সংক্রান্ত বিধিনিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বাতিল করায় বিষয়টি নিয়ে জটিলতা দূর হলো। ফলে এখন থেকে বিবাহিত মেয়েরাও এসব হলে থাকতে পারবেন।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাবির প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব এ কে এম গোলাম রাব্বানী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
গোলাম রাব্বানী বলেন, ‘ঢাবির আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের থাকা সংক্রান্ত বিধিনিষেধ রহিত করা হয়েছে। এখন থেকে তারা হলে থাকতে পারবে।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অন্তঃসত্ত্বা মেয়েদের ক্ষেত্রে মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য পরিবারের কাছে থাকাই ভালো।
ঢাবিতে ছাত্রীদের পাঁচটি আবাসিক হলে আসন বণ্টনের নীতিমালার একটি ধারায় বলা আছে, ‘কোনও ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তাঁর সিট বাতিল হয়ে যাবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রী চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ পাবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবে না।’
আসন বণ্টনের নীতিমালার ধারাটি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে ঢাবিতে আবাসিক হলের সিট বাতিল করার নিয়মের অবসান চেয়েছেন ছাত্রীরা।
ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে এ নিয়ে আবেদন জানান পাঁচটি ছাত্রী হলের প্রতিনিধিরা। তারা মনে করেন, ঢাবির আবাসিক হলে সিট পাওয়া বৈধ ছাত্রীদের অধিকার।