বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ ‘২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি’ সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে বন্দিবিনিময় চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’ বিপিএল ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে তাসকিনের ভাবনা ব্যর্থতা নিয়ে হোয়াইট হাউস ছাড়লেন জো বাইডেন জনগণ রায় দেবে আ. লীগের রাজনীতির অধিকার আছে কিনা: জামায়াতের আমির ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার: আইন উপদেষ্টা তথ্য কমিশনার পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ সিনিয়র ৪ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প, হাজারো কর্মকর্তাকে হুমকি ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করল সরকার নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব: বদিউল আলম

তাপদাহে নাকাল ভারত ও পাকিস্তান

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৭, ২০২২

তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের জনজীবন। ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে তাপদাহ অব্যাহত রয়েছে। যদিও উল্টোচিত্র আসামে। সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে। এদিকে, পাকিস্তানের জ্যাকোবাবাদে তাপমাত্রা পৌঁছেছে ৫১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, ধুলিঝড়ের কারণে ইরাকের বাগদাদ বিমানবন্দরের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নগরীর অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।

তীব্র গরমে পুড়ছে ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের বেশ কিছু অঞ্চল। তবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে। প্লাবিত হয়েছে ২০টি জেলার প্রায় সাড়ে ছয়’শ গ্রাম। কয়েকটি অঞ্চলের সড়ক যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুই লাখ মানুষ। এছাড়া, কেরালা রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বহাল রাখা হয়েছে রেড এলার্ট। আন্দামান ও নিকোবর দীপপুঞ্জেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। দেশটির সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

এদিকে, আবারও ধুলিঝড়ের কবলে পড়েছে ইরাকের রাজধানী বাগদাদ। বন্ধ রয়েছে সেখানকার স্কুল ও অফিস। স্থগিত করা হয়েছে বাগদাদ বিমানবন্দরের সব ফ্লাইট। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে অনেককেই।


এ বিভাগের অন্যান্য সংবাদ