মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এনসিপি ভেঙে নতুন দল! জাতিসংঘ নয়, সংকটের সমাধান করতে হবে বাংলাদেশকেই ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২৫% নির্ধারণ ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা

তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক
আপডেট : জানুয়ারি ৩, ২০২৫
Tamim hints fab four's retirement after 2023 World Cup

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে খেলতে দেখতে চান সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। তবে, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোন সম্ভাবনা দেখছেন না তিনি। তার মতে, দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখা উচিত বিসিবির। আর প্রতিবছর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজন হলে লাভবান হবে দেশের ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেটের দুই পোস্টার বয় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলছেন না এই দুই তারকা। তাদের ফেরার বিষয়ে আগ্রহ ও উদ্দীপনার কমতি নেই ক্রিকেট ভক্ত থেকে শুরু করে বিসিবিতেও।

প্রায় ১৫ মাস আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন তামিম। তবে সম্প্রত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারো মাঠে ফিরেছেন এই দেশ সেরা ওপেনার। সেখানে নিজের সামর্থের প্রমাণ দেয়ার পাশাপাশি এবার মাঠ মাতাচ্ছেন বিপিএলে। আগামী মাসেই পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সেই টুর্নামেন্টে তামিম ইকবাল ফিরবে বলে আশাবাদী বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

অন্যদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। সাকিব খেলতে পারছেন না এবারে বিপিএলেও। সব মিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছেন না রকিবুল হাসান।

এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে সিনিয়র ক্রিকেটারদের বিকল্প প্রস্তুত রাখতে বিসিবির প্রতি আহবান জানিয়েছেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ