বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

তারা গণঅভ্যুত্থানকে মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত, ঐক্যের আহ্বান ড. ইউনূসের

অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৪, ২০২৪
তারা গণঅভ্যুত্থানকে মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত, ঐক্যের আহ্বান ড. ইউনূসের

ভারতকে উদ্দেশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা গণঅভ্যুত্থানের গৌরব মুছে ফেলতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

নতুন বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের এখন বিশ্বকে দেখাতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে নতুন স্বাধীনতা অর্জন করেছি।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন আমাদের পুরো বিশ্বকে বলতে হবে যে, আমরা ঐক্যবদ্ধ। আমরা যা পেয়েছি, তা একসঙ্গে অর্জন করেছি। যারা আমাদের বুক চেপে ধরেছিল, তাদের আমরা জোর করে বের করে দিয়েছি। আমরা নিজেদের মুক্ত করেছি। আমাদের একসঙ্গে বিশ্বের সামনে এটি দেখাতে হবে।’

ড. ইউনূস বলেন, ‘অনেকেই আমাদের স্বাধীনতা পছন্দ করে না। গণ-অভ্যুত্থানকে ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তারা দেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে। আমরা যে বাংলাদেশ গড়তে চাইছি সেটাকে ছাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণঅভ্যুত্থান পছন্দ করে না এবং এটিকে মুছে ফেলতে চায়। তারা এতটাই শক্তিশালী যে তারা মানুষকেও প্রভাবিত করতে পারে। এসব ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করতে হলে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আমাদের বিশ্বকে দেখাতে হবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি।’

সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ ১২ দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন তিনি।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠক থেকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে ধারণা করা হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ