শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’ এবার মোদিকে যে সতর্কবার্তা দিলেন ট্রাম্প যারা হত্যা-লুটপাটে জড়িত নন, তাদের রাজনীতিতে বাধা নেই: রিজভী ঈদের আগেই ক্রেতাশূন্য বাজার, চালের সঙ্গে মুরগিও চড়া বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস-মোদি বৈঠকের উদ্যোগ ঝলমলে আলোকসজ্জায় ফুটে উঠেছে ঈদের আমেজ আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ চীনের সঙ্গে যুদ্ধের গোপন পরিকল্পনা আমেরিকার গাজায় ৩ দিনে নিহত প্রায় ৬০০, চলছে স্থল অভিযান ইসরায়েলে হামাসের রকেট হামলা, তেল আবিবে সাইরেন এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী একরেমকে গ্রেপ্তারের পর উত্তাল তুরস্ক বাড়ছে বিক্ষোভ, নিরাপত্তা প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৫
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না, সময় বেধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এনএসই সভাকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এছাড়া তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার গঠিত কমিটি কাজ করছে বলেও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিকভাবে একটা বিশ্ববিদ্যালয় করলে সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে। তাই এমন সিদ্ধান্ত নিতে পারবে না বর্তমান অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ‘তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। এ মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি। কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ।’

শিক্ষা উপদেষ্টা জানান, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি।

সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এ সময় ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না। তাই ৭ কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য একটি কমিটি কাজ করছে। তবে দাবি বাস্তবায়নে সময় বেঁধে দেয়া কাঙ্খিত নয়।’

এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির এই সভা। সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রোববারের এই সভায় ১২ হাজার ৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় ১৩ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।


এ বিভাগের অন্যান্য সংবাদ