রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২ তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা শেখ কামালের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ‘বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায়’ ‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’ বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ, চালু হবে সেপ্টেম্বরে! সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় ঝুঁকির মুখে সামুদ্রিক প্রাণী লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

তিনমাসে দেশের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক হবে: অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৬, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক হয়ে যাবে বলে তার আশাপ্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার মন্ত্রিসভা কমিটির সরকারী ক্রয় সংক্রান্ত একটি বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আশা করি এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স তাদের কাছ থেকেই আসে। আগে যত সংখ্যক বিদেশে ছিলেন এখন সেই সংখ্যক নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’

দেশের অভ্যন্তরীণ রেমিট্যান্সের ধারাবাহিক পতনের প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছে ১ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আগের বছরের সেপ্টম্বরে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। যা শতাংশ হিসেবে কমেছে ১৯.৭৫ শতাংশ কম।

এছাড়া আগস্টে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৮১ বিলিয়ন ডলার। সে হিসেবে গত মাসের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স কম এসেছে ৪.৬৩ শতাংশ।

রেমিট্যান্স আয়ে এ পতন দেখে অনেক বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামনে হ্রাস পাবে।

মুস্তফা কামাল বলেন, শ্রমিকদের জন্য সরকার প্রদত্ত ২ শতাংশ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের ফলে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, রেমিট্যান্সের প্রবাহে সামান্য পতন দেখা দেওয়াটা সাময়িক এবং দুই মাসের মধ্যেই এটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বছরে ২২-২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স উপার্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ