তুরস্কের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন।
বার্টিনের কৃষ্ণ সাগর প্রদেশের আমাসরা জেলার এক কয়লা খনিতে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এবিসি নিউজ।
বার্টিনের গভর্নর অফিসের এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার সময় খনিতে ১১০ জন শ্রমিক কাজ করছিল। বিস্ফোরণ ঘটলে ৪৯ শ্রমিক খনিতে আটকে পড়ে। পরে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে ২৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত হয় আরো ১৭ জন। তবে খনিতে কোনো শ্রমিক এখনো আটকে রয়েছে কিনা তা জানায়নি দেশটির সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়েলু বলেছেন, ২৮ জন খনি শ্রমিককে এখন পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, আরও বেশ কয়েকজন খনি শ্রমিক মাটির নিচে আটকে আছে। ১৫০ জন কর্মী উদ্ধার ও অনুসন্ধান অভিযানে নিয়োজিত আছে।