ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র জিজ্ঞাসাবাদে পশ্চিমবঙ্গের সদ্য বরখাস্ত শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের অনেক শীর্ষ নেতা জড়িত। এদিকে, বিপুল অর্থসহ গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের তিন বিধায়ককে বহিস্কার করেছে কংগ্রেস।
পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতাকে শনিবার (৩০ জুলাই) রাতভর জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি। রবিবার (৩১ জুলাই) স্বাস্থ্য পরীক্ষার সময় পার্থ দাবি করেন, অভিযানে জব্দ করা কোন অর্থই তার নয়। বরং মামলায় তাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তৃণমূল।
রাতভর জেরায় একাধিক ব্যাংক অ্যাকাউন্টে পার্থ ও অর্পিতার নামে বিপুল অর্থ থাকার তথ্য পেয়েছে ইডি। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে অর্পিতার নিয়মিত যাতায়াত নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। অর্থ পাচারের উদ্দেশ্যেই ঘন ঘন বিদেশ যাত্রা কিনা, সে বিষয়ে আবার জেরা হবে আগামী ৩ আগস্ট।
এদিকে, শনিবার গভীর রাতে হাওড়ায় পাঁচতলায় প্রায় ৪৯ লাখ রুপিসহ গ্রেফতার করা হয় ঝাড়খন্ডের তিন কংগ্রেস বিধায়ককে। ঝাড়খণ্ডগামী তাদের গাড়ি থেকে এই অর্থ জব্দ করা হয়। এই ঘটনায় বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কাশ্যপ এবং নমন কোঙ্গারিকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপির পরিকল্পনায় ঝাড়খণ্ডের কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকারকে ফেলতে এই অর্থ নেওয়া হচ্ছিলো। সূত্র: এনডিটিভি