তৃতীয় বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর এক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০ রান করার মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টিম সাউদিকে পুলে ফাইন লেগের ওপর ছয় মেয়ে এ মাইলফলকে ঢুকে পড়েন লিটন।
অবশ্য ইনজুরিতে না পড়লে এ রেকর্ডে আগেই ঢুকে পড়তেন পারতেন লিটন দাস। কারণ ইনজুরির কারণে তিনি এশিয়া কাপ মিস করেছিলেন।
বাংলাদেশের ৩৬ বছরে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এক পঞ্জিকাবর্ষে তামিম ইকবাল করেছিলেন ১ হাজার ৬৪৬ রান। ২০১৮ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুশফিক করেন ১ হাজার ৬৫৭ রান।
চলতি বছর ১৫০০ রান করা একমাত্র ক্রিকেটার ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আজ বাবরের সঙ্গে একই ক্লাবে ঢুকে পড়লেন লিটনও। তবে এদিন লিটন নিজের ইনিংসকে বেশি বড় করতে পারেননি। ১৬ বলে ২৩ রান করে ব্রেসওয়েলের বলে আউট হয়ে ফেরেন তিনি।
বাবরের বর্তমান সংগ্রহ ১ হাজার ৮৮১ রান। আর লিটনের রান গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ রান। চলতি বছর উভয়েই নিজেদের সংগ্রহকে আরও বড় করার সুযোগ পাচ্ছেন।