রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২ তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা শেখ কামালের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ‘বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায়’ ‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’ বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ, চালু হবে সেপ্টেম্বরে! সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় ঝুঁকির মুখে সামুদ্রিক প্রাণী লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

প্রধান শিক্ষককে হুমকি: তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেজবাহর বিরুদ্ধে জিডি, অভিযোগ

রিপোর্টারের নাম :
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১

বৃত্তান্ত প্রতিবেদক: তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার নামে মিথ্যা অভিযােগ রটানাে এবং হুমকি দেওয়ার দায়ে একই বিদ্যালয়ের শিক্ষক এসএম মেজবাহ্ উদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
একই ঘটনায় মঙ্গলবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অভিযোগে তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১২:১০টায় তিনজন অভিভাবক তার অফিসে যান এবং সিনিয়র শিক্ষক এস এম মেজবাহ্ উদ্দিনের বিরুদ্ধে অশােভন আচরণের বিষয়ে লিখিত অভিযােগ করেন। আমি তাদের পরবর্তীতে সহকারি প্রধান শিক্ষক নাহিদ সুলতানা কে ডেকে এনে বিষয়টি জানার চেষ্টা করি। ইতােমধ্যে এসএম
মেজবাহ্ উদ্দিন কয়েকজন শিক্ষক ও তার ছেলে প্রধান শিক্ষকের রুমে যান। পরবর্তীতে অভিযােগ কারীদের বুঝিয়ে অফিস ত্যাগ করতে বললে তারা চলে যায়। পরবর্তীতে এসএম মেজবাহ্ উদ্দিন এবং কয়েকজন শিক্ষক আমার সাথে অসদাচারন করেন। তার ছেলে গেটের বাহিরে মাস্তানদের ডেকে আনেন এবং তাকে হুমকি দেন। এ ব্যাপারে তার ছেলেও জড়িত। তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মিথ্যা অভিযোগ করেন যে রেবেকা সুলতানা তার ঠ্যাং ভেঙ্গে দিতে চেয়েছেন।
তিনি গত ১ বছর যাবৎ এ ধরনের মিথ্যা ও বানােয়াট অভিযােগ করে তার সম্মান ও মর্যাদাহানি ও বিদ্যালয়ের সুনামও খুন্ন করছেন বলে তিনি অভিযোগ করেন।তিনি ভবিষ্যতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ