হেলিকপ্টারের ককপিট থেকে সুনামগঞ্জের মেঘালয় সীমান্তবর্তী দুর্গম তাহিরপুরে দৃষ্টিসীমায় শুধুই পানি আর পানি।
সহায়-সম্বল কিংবা স্বপ্ন, বানের পানিতে ভাসছে সবকিছুই। সিলেট-সুনামগঞ্জে এখন বেঁচে থাকার লড়াই। বানভাসিদের হাহাকার একটু খাবারের জন্য।
এক সময়ের প্রাণচঞ্চল এ লোকালয়ে ভেসে গেছে সবকিছুই। বানের তোড়ে ভেসে গেছে লাখ লাখ মানুষের স্বপ্নও। এখন চলছে শুধুই বেচে থাকার লড়াই। সবরকমের সংযোগ বিচ্ছিন্ন এ প্রত্যন্ত এলাকায় চাইলেও পৌঁছানো যাচ্ছে না সাহায্য।
সেখানে যেতেই চোখে পড়ে পানিবন্দি বানভাসি মানুষের আর্তনাদ। হেলিকপ্টারের উপস্থিতি টের পেয়ে পানি ডিঙ্গিয়েই শত শত মানুষ ছুটে আসেন সামান্যতম ত্রাণের আশায়। সেনা, বিমান, নৌ ও বিজিবিসহ নানা পর্যায়ের ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।