স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মেয়েদের ৩৬ হারিয়েছে লঙ্কান মেয়েরা। টস জিতে ব্যাট করতে নেমে নেতমি পর্নারের অপরাজিত ৬৬ রানের উপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভারে ১৪৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গার উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। তবে শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের মেয়েরা। যার ফলে ১৪৮ রানেই থামে লঙ্কানদের ইনিংস।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে ইয়াং টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় ওভারেই আউট হন ফেরেন ইভা। আউট হওয়ার আগে তিনি খেলেন মাত্র ১ রান এর ইনিংস। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণাও থিতু তেমন কিছুই করতে পারেননি, করেছেন মোটে দুই দলীয় ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর বাকি ব্যাটাররাও তেমন কিছুই করতে পারেননি। যে কারণে পুরো আসরে অপরাজিত থাকা বাংলাদেশকে হারের স্বাদ নিতে হয় ফাইনালে এসেই।