শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪
দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসের রান যথাক্রমে ১৬২ ও ২৪৭, যা যোগ করলে হয় ৪০৯। দুই ইনিংস মিলিয়েও নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে ১০২ রান কম করেছে প্রোটিয়ারা। ইনিংস ব্যবধানে জেতার সুযোগ থাকলেও সেটি কাজে লাগায়নি কিউইরা। বরং প্রোটিয়াদের রানের পাহাড়ে পিষ্ট করে বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৮১ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

রানের হিসেবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ব্যবধানে জয় ৪২৩ রানের। মাউন্ট মঙ্গানুইয়ে আজ যে ২৮১ রানে জিতল, সেটা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে কিউইদের সর্বোচ্চ।

চলতি সিরিজে মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিল ৬ অভিষিক্ত ক্রিকেটার। বুধবার ব্যাট করতে নেমে ৫ রান করতেই ২ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর যোবায়ের হামজা ও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটি শুরুর সেই ধাক্কা সামাল দেয়। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের জুটিকে ভয়ংকর হতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় ফেরান তিনি।

যোবায়ের-টন্ডারের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান পিটারসন ও ডেভিড বেডিংহাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। কিউইদের বিপক্ষে মূলত লড়াইটা করেছেন বেডিংহাম। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তোলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। ২৪ বলে ২৪ রানের জুটি করে দলীয় ইনিংস ২৪৭ রানে ঠেকান তারা। সোয়ার্ট করেন ৫৬ বলে ৩৬। আর ডেন করেছেন ১৭ বলে ১৫ রান।


এ বিভাগের অন্যান্য সংবাদ