সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই বৃষ্টির কারণে হাতের মুঠোয় থাকা ম্যাচটি জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হলো দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
সোমবার (২৪ অক্টোবর) হোভার্টের বেলিভেরি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।
টসের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে। পরে ওভার কেটে ৯ ওভারে মাঠে মাঠে গড়ায় ম্যাচটি। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের একদম দ্বারপ্রান্তে ছিল টেম্বা বাভুমার দল। এমনকি পাঁচ ওভার খেলা হলেও জেতার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু জয় থেকে ১৩ রান দূরে বৃষ্টি এসে ম্যাচ পরিত্যক্ত করে দিলো। ফলে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দক্ষিণ আফ্রিকা।
বৃষ্টির কারণে দুই দলকে ৯ ওভার বেঁধে দেন আম্পায়াররা। দক্ষিণ আফ্রিকা নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ ওভারে জিম্বাবুয়ে তোলে ৫ উইকেটে ৭৯ রান।
কিন্তু দক্ষিণ আফ্রিকা রান তাড়ায় নামার পর ১.১ ওভার গেলে ফের হানা দেয় বৃষ্টি। নতুন করে খেলা শুরু হলে ৭ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৬৪ রান।
কুইন্টন ডি কক বলতে গেলে একাই ম্যাচ বের করে নিয়ে আসছিলেন। তার ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংসে ৩ ওভারেই বিনা উইকেট ৫১ রান তুলে ফেলেছিল প্রোটিয়ারা। এরপরই বৃষ্টির কারণে ম্যাচ হয় পরিত্যক্ত।