সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৬, ২০২২
দক্ষিণ আফ্রিকা বিপক্ষে নিজেদের পরিকল্পনা জানালেন সাকিব

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে হারায় নেদারল্যান্ডসকে। ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসাররা। ডাচদের অলআউট করায় ৭ উইকেটই পেসারদের।

টাইগাররা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রোটিয়াদের বিপক্ষে কঠিন এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব।

নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন একাই গুঁড়িয়ে দেন তাসকিন। ২৫ রানে ৪ উইকেট নিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং করেন এই তারকা । ২ উইকেট নেন হাসান মাহমুদ।

সংবাদ সম্মেলনে তাসকিনের প্রশংসা করে সাকিব বলেন, ‘সে এখন (পেস বিভাগে) অন্যতম এক নেতা। মাশরাফি যাওয়ার পর গত দু–তিন বছরে বাংলাদেশের হয়ে সে অসামান্য উন্নতি করেছে। উদাহরণ তৈরি করছে। তিন সংস্করণেই আমাদের খুব ভালো ফাস্ট বোলার আছে আর তারা খুব ভালোও করছে। ফলটা এখন দেখা যাচ্ছে। আশা করছি, বিশ্বকাপে তারা এভাবেই পারফর্ম করে যাবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম বোলার নিয়ে বাংলাদেশ মাঠে নামবে কি না, এ প্রশ্নের উত্তরে টাইগার কাপ্তান বলেন, ‘প্রতিপক্ষ আমাদের সহজেই আমাদের সম্বন্ধে ধারণা পাক, সেটা আমরা চাই না। আমরা প্রতিপক্ষ ও কন্ডিশন মাথায় রেখে নিজেদের প্রস্তুত করেছি। প্রতিটি ভেন্যুর আবহাওয়া থেকে প্রায় সবকিছুই তো আলাদা। আমরা এসব মাথায় রেখেই পরিকল্পনা করেছি।’

টস প্রসঙ্গে সাকিব বলেন, ‘টস তো আমাদের হাতে নেই। ম্যাচটা যেহেতু জেতার জন্য খেলতে নামব, আগে ব্যাটিং কিংবা বোলিং যা–ই করি, ভালো করার চেষ্টা করব। দক্ষিণ আফ্রিকার জন্যও ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। প্রায় বাঁচা-মরার ম্যাচ। তাই ওরা একটু হলেও চাপে থাকবে। আর আমরা এমন একটা মাঠে এসেছি, যেখানে আমরা যেকোনো দলের সঙ্গে খেলতে পছন্দ করব। কারণ, অস্ট্রেলিয়ার যেকোনো উইকেটের চেয়ে এখানে (সিডনি) সাধারণত স্পিনারদের জন্য সুবিধাটা বেশি থাকে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ