শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে

অনলাইন ডেস্ক
আপডেট : অক্টোবর ৭, ২০২৪
এলপিজি গ্যাসের দাম বাড়ল

অক্টোবর মাসের জন্য দেশের বাজারে প্রতি লিটার এলপি গ্যাসের দাম ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরমধ্যে কাঁচামাল বিউটেন ও প্রোপেন আমদানিতে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ সাড়ে ১৪ টাকার বেশি। মজুদ ও বোতলজাতে প্রতি কেজিতে খরচ ১৬ টাকার বেশি। বাকিটা মূল্যসংযোজন কর, রিটেইলার, ডিস্ট্রিবিউটরের কমিশন।

দক্ষিণ এশিয়ায় মধ্যে এই জ্বালানিটির সর্বোচ্চ দাম বাংলাদেশে। বিপণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কাঁচামাল আমদানিতে বাড়তি জাহাজ ভাড়া ও শুল্কই বাড়তি দামের মূল কারণ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ ব্যবসায়ীরা।

বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভূটানসহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে কমদামে এলপিজি বিক্রি হয়। সেসব বাজারে দামের ওঠানামাও কম দেখা যায়। ভারতে প্রতিকেজি এলপি গ্যাসের দাম ৯৩ টাকা ৪৫ পয়সা, পাকিস্তানে ১০৮ টাকা, ভুটানে ৯২ টাকা ৮২ পয়সা, নেপালে ১১২ টাকা ৬৮ পয়সা এবং শ্রীলংকায় ১২০ টাকা ৪ পয়সা।

বসুন্ধরা এলপি গ্যাসের বিক্রয় ও বিপণন প্রধান রেদোয়ানুর রহমান বলেন, ‘ইন্ডিয়াতে ৪০ হাজার টনের জাহাজ ডেপ্লয় করে। সেখানে হয়ত ৩০ হাজার টন বিক্রি করল। আমাদের ৯ হাজার বা ১০ হাজার দিয়ে তারা মাদার ভ্যাসেলটাকে ডেপ্লয় করে। সেজন্য এখানে ট্রেডটা বেশি ওঠানামা করে। এবং এটাই মূল কারণ। ট্রেড এবং ডিউটি এগুলোর ওপর ভিত্তি করেই মূলত দামের পার্থক্য হয়।’

দেশে এলপিজি খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় ৩০ হাজার কোটি টাকা। বাজারে বিপণন হচ্ছে ২০ কোম্পানির সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য দামে রান্নার এলপি গ্যাস মিললে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসে।

জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, ‘লাইনের গ্যাস বাসার ব্যবহারে খুব অপচয় হয়। এটা কমাতে চাইলে এলপিজির ব্যবহার বাড়াতে হবে। সহজলভ্য করতে হবে।’

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, ‘বেসরকারি খাতে ২৭ থেকে ২৮টি কোম্পানি মিলে নিজেদের খেলায়-খুশি মতো এলপিজির দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করত।’

নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলার দরের ভিত্তিতে প্রতিমাসে দেশে এলপিজির দাম সমন্বয় হয়।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘ভারতের এলপি মার্কেট অনেক আগে থেকেই বিকশিত। ম্যাচিউর মার্কেট। বাংলাদেশের মার্কেট অতোটা ম্যাচিউর না। আমাদের পুরোটাই আমদানি নির্ভর। সৌদি সিপির ওপর ভিত্তি করে আমাদের দাম ওঠানামা করে।’

দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা ১৬ লাখ টন। ২০৩০ সাল নাগাদ যা প্রায় দ্বিগুণ হতে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ