শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

দক্ষিণ কোরিয়ায় দাবানলে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : মার্চ ২৬, ২০২৫
দক্ষিণ কোরিয়ায় দাবানলে ১৮ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় আজ বুধবার পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

দেশটির নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, উইসেওং কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে ১৪ জন এবং সানচেওং কাউন্টির আগুনে চারজন মারা গেছেন। মৃতরা সবাই ষাট ও সত্তরোর্ধ্ব ব্যক্তি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

লোকালয়ের কাছাকাছি আগুন ভয়াবহ আকার নেয়ায় ২৭ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দাবানল আক্রান্ত এলাকার কাছের কারাগার থেকে বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু বলেন, ‘দাবানল নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ সব সদস্যরা মাঠে রয়েছেন। দেশে অবস্থানরত মার্কিন সেনারাও সাহায্য করতে এগিয়ে এসেছেন। পরিস্থিতি ভালো নয়।’

বনাঞ্চলীয় দুর্যোগ বিশেষজ্ঞ লি বুইওং ডো জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী দাবানলসহ অন্যান্য দুর্যোগের সংখ্যা ও মাত্রা বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সাম্প্রতিক সময়ে উত্তর পূর্বাঞ্চলীয় জাপানে দাবানলের ঘটনা তুলে ধরেন তিনি।

পাহাড়ি এলাকা হওয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজনীয়তা বেশি। আগুন নিয়ন্ত্রণের জন্য ৮৭টি হেলিকপ্টার ব্যবহার হচ্ছে। দেশটির বন পরিষেবার মুখপাত্র কিম জোং গান জানান, দাবানল নিয়ন্ত্রণে ৪ হাজার ৯১৯ জন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। সহায়তার জন্য তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শত শত পুলিশ ও সেনা সদস্য।


এ বিভাগের অন্যান্য সংবাদ