বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দখলদার সরকার থেকে মুক্ত হতে হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই। সেই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে।
বুধবার (৪ মে) দুপুরে মহানগরীর মেহেদিবাগের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু। এ দিন আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মেহেদিবাগের বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে কৌশল বিনিময় করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন বলে কয়ে আসে না, নিজস্ব চরিত্রে আন্দোলন হবে প্রয়োজন মতো। এতে সরকারের পতন হবে। জনগণ দেশের মালিকানা ফিরে পাবে।
তিনি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন। সবার মাঝে উৎসাহ–উদ্দীপনা তৈরী আন্দোলনের ইঙ্গিত বহন করে মন্তব্য করেন আমীর খসরু।