বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

দর্শনার সঙ্গে ছবি ভাইরাল, কটাক্ষের মুখে শরিফুল রাজ

বিনোদন ডেস্ক
আপডেট : এপ্রিল ৯, ২০২৪
দর্শনার সঙ্গে ছবি ভাইরাল, কটাক্ষের মুখে শরিফুল রাজ

পরীমণির টালিউড সফরের পরই জানা যায় সিনেমায় কাজ সংক্রান্ত ব্যাপারে কলকাতায় গিয়েছিলেন রাজ। সেখানে টালিউড অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে কাজ করেছেন। আর তাদের দু’জনের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়লেন এ অভিনেতা।

সম্প্রতি ‘ওমর’ সিনেমার ‘ভাইরাল বেবি’ শিরোনামের গান প্রকাশ হয়। গানটিতে রাজ ও দর্শনাকে দেখা গেছে। তাতেই ভাইরাল বেবি হয়ে সবার মন জয় করেছেন অভিনেত্রী। পরনে পিংক ও কালো রঙের পোশাকে দেখতে দারুণ লেগেছে দর্শনাকে। আর গানটির শুটিং করতে গিয়ে অনেক খোশমেজাজে ছবি তুলেন রাজ-দর্শনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বারের আদলে তৈরি শুটিং ফ্লোরে একে অপরকে সঙ্গ দিয়েছেন তারা। আর তাদের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নেতিবাচকভাবে নিয়েছেন নেটিজেনরা। দর্শনার দিকে অভিনেতার তাকিয়ে থাকাকে ভালোভাবে নেননি তারা। কেউ কেউ রাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছে। জানিয়েছে, চরিত্র খারাপ হওয়ার কারণেই পরীমণির সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।

এদিকে কয়েক মাস আগেই বিয়ে হয়েছে দর্শনার। বেশ সুখে-শান্তিতে সংসার করছেন। পাশাপাশি পুরোদমে কাজও করছেন এই নায়িকা। কিন্তু এরই মধ্যে তার দিকে চিত্রনায়ক রাজের তাকিয়ে থাকাকে ভালোভাবে নিলেন না নেটিজেনরা। তারা এ অভিনেতার উদ্দেশ্যে বলছেন, চোখটা বারবার দর্শনার অন্যদিকে যাচ্ছে। সংযত করো, তা না হলে কপালে দুঃখ আছে। আবার কেউ বলছেন, ছিঃ ছিঃ। কোনো ক্লাস নেই নিজের। আবার এমনটাও বলছেন, দর্শনা আপু সাবধান।

তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি টালি তারকা দর্শনা এবং অভিনেতা রাজের।

এদিকে, ঈদের আমেজে বুঁদ সিনেপ্রেমীরা। একের পর এক আসছে গান, টিজার, টেলার। আছে আইটেম সংও। যেন ঢোক গেলা সব আয়োজন!

আর সেই আইটেমে শোনা যাচ্ছে ‘আমি ভাইরাল বেবি রে’। ঈদের ‘ওমর; ছবির যে গানে নেচে-গেয়ে ঢালিউড পরিবেশে উচ্ছ্বাস নামিয়ে আনলেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এতে দর্শনার আসরে দেখা মিলেছে শরিফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের!

কে কার ভাইরাল বেবি সে উত্তর পাওয়া গেল আরেকজনের কাছ থেকে। গানটির গীতিকার জনি হক বললেন, ‌‌‘বাণিজ্যিক সিনেমায় আইটেম সংটা বিশেষ। আর সেটাই মাথায় রেখে গানটি সাজানো। এতে ভাবগম্ভীরর্যতা খুঁজলে ভুল হবে। বলা চলে, এক ধরণের উৎসবের আমেজের মাথায় রেখেই ওমর ছবির জন্য গানটি করেছি। দর্শনা বণিক হয়তো অনেকের কাছেই ভাইরাল বেবি। তবে অন্যরা পছন্দের মানুষকে নিয়ে ছবিটি দেখতে পারেন।’

‘চলো নিরালায়’খ্যাত জনি হকের কথায় ‘ভাইরাল বেবি’ গানটি বানিয়েছেন স্যাভি। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও ঈশান মিত্র।

‘ওমর’ ছবিটি পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক।

‘ওমর’ ছবিটি উৎসর্গ করা হয়েছে লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।


এ বিভাগের অন্যান্য সংবাদ