দিনাজপুরে আকস্মিক ঝড়ে বেশকিছু গাছপালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে বিভিন্ন বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (১২ জুন) ভোররাত সাড়ে ৩ টার দিকে এ ঝড় হয়। ঝড়ে দিনাজপুর পৌরশহরের রাজবাটী, হীরাবাগান, মাতাসাগর, সুইহারীসহ বেশ কিছু এলাকার গাছ ভেঙে পড়ে। দিনাজপুর সরকারী কলেজের সামনের রাস্তায় গাছ পড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়াও রাজবাড়ী মন্দিরের সামনে একটি বট ও পাকুড়গাছের ডালপালা ভেঙ্গে গেছে। ঝড়ের কারণে রাজবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় ৫০ বছর বয়সী একটি বটগাছ শিকড়সহ উপরে গেছে। এছাড়া গাছের ডাল পড়ে বেশকিছু বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে জেলার খানসামা উপজেলাতেও এ ঝড়ের কারণে বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে। পাকা বাড়ীর দেয়ালসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে । ঝড়ের কারণেে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের লোকজনকে মাঠে কাজ করতে দেখা গেছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো লিমিটেডের দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, ঝড়ের কারণে আমাদের ৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে। প্রায় সব এলাকাতেই ক্ষয়ক্ষতি হয়েছে।
নেসকো লিমিটেডের দিনাজপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদত হোসেন বলেন, আমার গ্রিডের সিটি পুড়ে গেছে। তবে বৈদ্যুতিক পোলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ঝড়ের কারণে আমাদের ১০টি কাঠের খুঁটি ভেঙ্গে গেছে। গাছের ডাল পড়ে বেশ কিছু তার ছিঁড়ে গেছে।