দিনাজপুরে আমন ধানের জমিতে পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। বিবর্ণ হয়ে পড়ছে জেলার বিভিন্ন এলাকার আমন ক্ষেত। এ অবস্থায় বাড়তি খরচ করে আমনের আবাদ করলেও ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। তবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
ধানের জেলা দিনাজপুরে আমন ধানের ক্ষেতে আবাদের শেষ পর্যায়ে এসে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। এছাড়াও ছড়িয়ে পড়েছে ব্লাইট, ব্লাস্টসহ বিভিন্ন ধরনের রোগ। পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে ধানের গোড়া ও শীষ। পাতা শুকিয়ে বিবর্ণ হয়ে পড়েছে।
এ অবস্থায় আমন ক্ষেতে পোকা ও বালাই দমনে বিভিন্ন কীটনাশক ও ওষুধ প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না চাষিরা। ফলন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আমনের কাঙ্খিত ফলন পেতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। ফলন বিপর্যয়ের কোনো শঙ্কা আপাতত নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় চলতি মৌসুমে ২ লাখ ৬০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।