দিনাজপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে মির্জাপুর বাস টার্মিনালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে মাসুদ ইসলাম ওরফে মামুন (২৮) ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার সন্ধ্যারাই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিদ হাসান ওরফে বাবু (৩২)। তারা একটি শিল্প প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে বিভিন্ন জায়গা থেকে কোম্পানির পণ্য বিক্রির অর্থ সংগ্রহ শেষে বাড়িতে ফিরছিলেন দুই সহকর্মী। ঘটনাকালে পাথরবোঝাই তিনটি ট্রাক একই সারিতে পঞ্চগড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাস্তায় পানি জমে থাকায় ট্রাক তিনটি ডানের দিকে চাপিয়ে নেন চালকেরা। মোটরসাইকেলটি ট্রাকগুলোকে ওভারটেক করতে যায়। ঠিক সে সময় বিপরীতদিক থেকে একটি ট্রাক আসে। মোটরসাইকেলটি দুটো ট্রাকের মাঝে চাপা পড়ে। স্থানীয়রা এসে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।