বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। সে লক্ষ্যে আজ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডর বাস্তবায়নে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ডের স্লুইচগেট চত্বরের রানীপুর অংশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব এএইচএম আনোয়ার পাশা।
এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়নসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
রোপণকৃত গাছের মধ্যে রয়েছে- কাঠ বাদাম, বকুল, বয়রা, হরতকি, ছাতিম, তেঁতুল, বটগাছ, কৃষ্ণচুড়াসহ বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি।