রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

দিনাজপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২৪
দিনাজপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে বিআরটিসি বাসের ধাক্কায় শাহিন আলম (৪৫) নামের আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান।

নিহত শাহিন আলম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়ার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যান ও পথচারীদের ধাক্কা দিলে ভ্যান যাত্রীসহ ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাহিন আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী ও দুই মধু ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। দশ মাইল হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ