দিনাজপুরের হাসপাতালগুলোতে হঠাৎ শিশু রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত শিশুরা রয়েছে। ফলে অভিভাবকরা রয়েছেন বেশ দুশ্চিন্তায়। শিশু বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে এই রোগগুলো দেখা দিচ্ছে।
দিনাজপুরের একমাত্র শিশু হাসপাতাল ‘অরবিন্দ শিশু হাসপাতালে’ প্রতিদিন গড়ে প্রায় ৫০ জন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে রয়েছে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া ও টাইফয়েডে আক্রান্ত শিশু। এছাড়াও প্রতিদিন দেড় থেকে দু’শ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। এদের মধ্যে সবচেয়ে বেশি হলো ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী।
এভাবে শিশুরা রোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরম, বিরূপ আবহাওয়া ও বাড়ির বড়দের অসচেতনতার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের ঠান্ডা যায়গায় রাখা ও মাস্ক ব্যবহার করাসহ বিভিন্ন পরামর্শ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিশুদের রোগবালাই থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তারা।