মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

দিনের ৫ শতাংশের বেশি সময় ফোন ব্যবহার করবেন না : মার্টিন কুপার

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ৪, ২০২২
দিনের ৫ শতাংশের বেশি সময় ফোন ব্যবহার করবেন না : মার্টিন কুপার

তিনি মার্টিন কুপার। বিজ্ঞান জগতে বেশ পরিচিত একটি নাম। আর হবে নাই বা কেন! প্রথম ‘ওয়ারলেস ফোন’ আবিষ্কার করে গোটা বিশ্বকে তিনি যে চমকে দিয়েছিলেন। বিংশ শতাব্দীর সত্তরের দশকে তৈরি ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামক মোবাইলটিই বিশ্বের প্রথম মোবাইল।

এই ওয়ারলেস ফোনটি দিয়ে যে যাত্রা শুরু হয়, তা আজ গোটা দুনিয়াকেই আমূল বদলে দিয়েছে। সেই মোবাইল ফোনের অন্যতম স্রষ্টা মার্টিন কুপারই নিজেই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময়ের জন্য ব্যবহার করেন স্মার্টফোন । তিনি বলেন, ‘জীবনটাকে উপভোগ করতে হবে। তার জন্য দরকার মোবাইল ফোনের ব্যবহার কমানো।’

আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছিলেন, সেলফোন হবে মানুষের একদম ব্যক্তিগত একটা জিনিস। এই ফোনে একটা নম্বর ডায়াল করে কোনও বিশেষ জায়গা নয়, শুধু মাত্র এক জন বিশেষ ব্যক্তির সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হবে। সম্প্রতি তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি। ’যাঁরা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল ঘেঁটে কাটিয়ে দেন, তাঁদের উদ্দেশে মার্টিন কুপার বলেন, ‘জীবনকে উপভোগ করতে শিখুন। সেই জন্য মোবাইলের ব্যবহার কমান।’

১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন কুপার। সেই দিনের কথা মনে করে তিনি বলেন, ‘ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর তার দৈর্ঘ ছিল প্রায় ১০ ইঞ্চি লম্বা। এক বার চার্জ দিয়ে কথা বলা যেত ২৫ মিনিট। আর সেই মোবাইল চার্জ হতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা।’


এ বিভাগের অন্যান্য সংবাদ