ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের ভবটিতে আগুন লাগে। বহুতল ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
আগুন লাগার ঘটনায় ভবনটি থেকে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটি থেকে ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় দিল্লি পুলিশ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।