মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এনসিপি ভেঙে নতুন দল! জাতিসংঘ নয়, সংকটের সমাধান করতে হবে বাংলাদেশকেই ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২৫% নির্ধারণ ও অগ্রিম ভ্যাট প্রত্যাহার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগ দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় ব্রাজিলের মেসি ছাড়াই খেলতে নামবে আর্জেন্টিনা? ওয়ান-ইলেভেনের মতো প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান আদালত চাইলে ডিএনএ ছাড়াই ধর্ষণের বিচার করতে পারবে: আইন উপদেষ্টা বাংলাদেশ নিয়ে তুলসি গ্যাবার্ড যা বললেন

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ২০, ২০২৫
দিল্লির ষড়যন্ত্র থেমে নেই: রুহুল কবির রিজভী

দিল্লির ষড়যন্ত্র থেমে নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে এই অপচেষ্টা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিগত সময়ে নদী-খাল-বিল ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করেছে।’

একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট তৈরি পরিবেশ ছিল উল্লেখ করে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘ক্যাম্পাসে সহবস্থান থাকা উচিত। ঐক্য না থাকলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো সম্ভব নয়।’

ছাত্র রাজনীতির ইতিহাসের কথা উল্লেখ করে রিজভী বলেন, আমরা পৃথিবীতে ছাত্র রাজনীতির যত ইতিহাস পড়েছি, যখন এক নায়কের শাসন চলছিল তখনও বিশ্ববিদ্যালয়গুলো কর্পোরেট স্বায়ত্তশাসন বজায় রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তখনো আন্দোলন চলেছে। কিন্তু হাসিনা সে সবকিছু নষ্ট করে দিয়েছিল।

রুহুল কবির রিজভী আরও বলেন, ইতিপূর্বে যারা দেশের টাকা পাচার করেছে, অর্থনীতিকে একটি হুন্ডির চক্রের মধ্যে আবদ্ধ করে রেখেছিল তাদের যেন ফের উত্থান না ঘটে। গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে একে অপরের প্রতি আলোচনা-সমালোচনার বিষয়টি থাকলেও, আমাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য থাকতে হবে। এই ঐক্য যদি না থাকে তাহলে সেই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটা অস্বাভাবিক হবে না। আপনারা জানেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লি যেন ফ্যাসিবাদের একটি কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা (ফ্যাদিবাদিরা) বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তারা তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ