শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮! তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের আগামী মঙ্গলবার নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলের বন্যায় ২০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বিএনপি গাছ কাটা থেকে পরীক্ষা সবখানেই রূপার ভাগ রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’ বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে! কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স শামীম হত্যা: জাবির ৮ শিক্ষার্থীর নামে মামলা খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০

দিল্লি ত্যাগ করেছে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ

অনলাইন ডেস্ক
আপডেট : আগস্ট ৬, ২০২৪
এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি দিল্লির পার্শ্ববর্তী সামরিক বিমান ঘাঁটি ত্যাগ করেছে। আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেখানে শেখ হাসিনা আছেন কী না তা জানা যায়নি।

এর আগে গতকাল (সোমবার, ৫ আগস্ট) অসহযোগ আন্দোলন থেকে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিন দুপুরে বঙ্গভবন থেকে একটি সামরিক উড়োজাহাজ শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। ওইদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে অ্যাজাক্স ১৪৩১ মডেলের সি-১৩০ উড়োজাহাজটি দিল্লির আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানিয়েছেন বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়। শেখ হাসিনা দিল্লীতে কয়েকদিন থাকবেন এবং এরপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলেও জানা গেছে।

শেখ হাসিনার পরবর্তী গন্তব্য যুক্তরাজ্য না ফিনল্যান্ড, এ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। যদিও তৃতীয় কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত দিল্লিতে নিরাপদ আবাসে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।

পরবর্তী গন্তব্য কোন দেশ হতে পারে এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের চাইতে পারেন সাবেক সরকারপ্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে।

বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউজে অবস্থান করছেন তিনি। যদিও প্রতিবেশি দেশটির পক্ষ থেকে বেশিদিন তাকে আশ্রয় নাও দেয়া হতে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ