মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব ট্রাম্পের শপথের পরই ইরানে হামলার গুঞ্জন

দুই দিনের সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৭, ২০২২

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে আগামী ২১শে এপ্রিল (বৃহস্পতিবার) দুই দিনের সফরে ভারত আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এ সফর করবেন তিনি। ২১-২২শে এপ্রিল ভারতে থাকবেন জনসন।

সফরকালীন ব্রেক্সিট পরবর্তী কৌশলের অংশ হিসেবে ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন বরিস। এছাড়া ইউক্রেন ইস্যুতেও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানান না হলেও একাধিক সূত্র জানায় ভূ -রাজনৈতিক অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি ইউক্রেন ইস্যুতেও আলোচনা হতে পারে। ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের ব্যাপারে হতাশা জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলি।

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে ব্রিটেন। ইন্দো-পেসিফিক অঞ্চলে প্রতিরক্ষা এবং বিদেশনীতির ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মনে করে ইউরোপের এই দেশটি। সেক্ষেত্রে জনসনের এই সফর দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের ধারনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ছাড়াও মোদি-জনসনের আলোচনার সিংহভাগ জুড়ে থাকবে কিয়েভ-মস্কোর সংঘর্ষ। সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত কিয়েভ পরিদর্শনে গিয়েছিলেন জনসন। সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল তাকে। ভারত সফরে তার সেই অভিজ্ঞতার কথাই মোদির কাছে তুলে ধরতে পারেন জনসন।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়া সফরের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।


এ বিভাগের অন্যান্য সংবাদ