দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো জাপান। ফলে এখন থেকে জাপান ভ্রমণে আর কোনো বিধি নিষেধ থাকল না। তবে এ সুবিধা সব দেশের জন্য নয়। ৯৮ টি দেশ ও অঞ্চলের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে দেশটি। খবর বিবিসি।
করোনা মহামারির কারণে বিশ্বের যেসব দেশ কঠোর বিধি নিষেধ আরোপ করে তার মধ্যে জাপান অন্যতম। দীর্ঘ দুই বছর পর পর্যটকদের জন্য দেশটির ভ্রমণ সুবিধা উন্মুক্ত করাকে অনেকে গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেছেন।
পর্যটকদের জন্য ভ্রমণ সুবিধা উন্মুক্ত করা হলেও কিছু বিধি নিষেধ এখনও থাকবে বলে জানিয়েছে জাপান। করোনা মহামারি শুরু হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে জাপান এ ভাইরাসে নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ফলে বাতিল করা হয় পর্যটকদের ভ্রমণ।
আগামী পহেলা জুন থেকে দেশটিতে বিদেশি নাগরিক, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তারা ভ্রমণ করতে পারবেন। তবে এ সংখ্যা ২০ হাজারের বেশি হবে না।
এদিকে এ বছর মার্চের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানে প্রবেশের অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।
করোনার কারণে জাপান সবচেয়ে বেশি সময় ধরে পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখে। ২০২০ সালের দিকে দেশটিতে প্রায় পর্যটক ভ্রমণ ৯০ শতাংশ কমে যায়।
দীর্ঘ দুই বছর পর পর্যটকদের জন্য জাপান ভ্রমণে অনুমতি দানে উচ্ছ্বসিত ট্রাভেল এজেন্সিগুলো।