সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সিদ্ধান্ত নেবে সংসদ’ ‘জামায়াত ক্ষমতায় আসলে লুটপাট বন্ধ হবে’ শেখ হাসিনা সরকারের আমলে বিএসএফের গুলিতে নিহত ৫৭৯ বাংলাদেশি ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন কোস্টগার্ডকে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার আজ ছুটির দিনেও ১৪০০ কারখানা খোলা ন্যায্য মূল্যে না পেয়ে লোকসান গুণছেন চাষিরা চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, খুলছে না মিরপুর-১০ জশনে জুলুসে জনতার ঢল আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন ট্রাম্পের গলফ কোর্সে হামলাকারী কে এই রুথ? আবারো হত্যাচেষ্টার শিকার ট্রাম্প, সন্দেহভাজন আটক উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া বেকার পড়ে আছে ৪০০ কোটি টাকার ওয়াগন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ১০

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৫, ২০২২
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, শিশুসহ আহত ১০

বগুড়ার শেরপুরে সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২ যাত্রী। এ ঘটনায় শিশুসহ ১০জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বেলা তিনটার দিকে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর ও পুরুষের আনুমানিক বয়স ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ ট্রাভেলসের একটি বাস ঘোগা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী ঢাকাগামী কালিয়াকৈর সার্ভিসের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কর্মরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সেতুর ওপর থেকে দুটি মরদহে উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় উদ্ধার হওয়া অন্তত ১০ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রোজিবুল ইসলাম জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর দ্রুতই চালক ও সহকারীরা পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত দুটি বাস পুলিশি হেফাজতে রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ