দুদিনের সফরে আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের সফরে শনিবার (১২ নভেম্বর) ঢাকায় আসছেন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। তার সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ দুটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার প্রতিনিধি হয়ে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ১২ নভেম্বর ঢাকা সফরে আসছেন। ১৩ নভেম্বর রাতে তিনি দেশে ফিরে যাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বেশ গুরত্বের সঙ্গে দেখছে ঢাকা। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। দুই চুক্তির মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আল-দাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌজন্য সাক্ষাত করতে পারেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, সফরটা খুবই গুরত্বপূর্ণ। কারণ ওদের হোম মিনিস্টার রয়েল ফ্যামিলির। আমাদের হোম মিনিস্টারের আমন্ত্রণে আসছেন। মূলত, সৌদির হোম মিনিস্টারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনার প্রতিনিধি হয়ে ডেপুটি হোম মিনিস্টার আসছেন। তিনি কিন্তু পূর্ণ মন্ত্রিসভার সদস্য। আমরা আশা করছি ওনার সফরে ভালো কিছু হবে।

চুক্তির বিষয়ে তিনি বলেন, দুই চুক্তির একটা হচ্ছে, ‘রোড টু মক্কা’; যেটার ইমিগ্রেশনটা ঢাকায় হচ্ছে। এবার হয়েছে। কিন্তু এ বিষয়ে সৌদির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। হয়তো এবার ফরমাল সাইনিং হবে। আরেকটা সিকিউরিটি কো-অপারেশন নিয়ে হতে পারে।

নিরাপত্তা সহযোগিতাসহ চুক্তির আওতায় কোন বিষয়গুলো থাকছে- এমন প্রশ্নের জবাবে সচিব মাশফি বলেন, প্রায় ২২ থেকে ২৬ লাখ বাংলাদেশি সৌদিতে আছেন। তাদের নিরাপত্তা বিষয় থাকবে, সেখানে মানি লন্ডারিংয়ের মতো বিষয়গুলো থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

দুদিনের সফরে আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৩:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

দুই দিনের সফরে শনিবার (১২ নভেম্বর) ঢাকায় আসছেন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। তার সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ দুটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সৌদির স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার প্রতিনিধি হয়ে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ১২ নভেম্বর ঢাকা সফরে আসছেন। ১৩ নভেম্বর রাতে তিনি দেশে ফিরে যাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বেশ গুরত্বের সঙ্গে দেখছে ঢাকা। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। দুই চুক্তির মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আল-দাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌজন্য সাক্ষাত করতে পারেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, সফরটা খুবই গুরত্বপূর্ণ। কারণ ওদের হোম মিনিস্টার রয়েল ফ্যামিলির। আমাদের হোম মিনিস্টারের আমন্ত্রণে আসছেন। মূলত, সৌদির হোম মিনিস্টারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওনার প্রতিনিধি হয়ে ডেপুটি হোম মিনিস্টার আসছেন। তিনি কিন্তু পূর্ণ মন্ত্রিসভার সদস্য। আমরা আশা করছি ওনার সফরে ভালো কিছু হবে।

চুক্তির বিষয়ে তিনি বলেন, দুই চুক্তির একটা হচ্ছে, ‘রোড টু মক্কা’; যেটার ইমিগ্রেশনটা ঢাকায় হচ্ছে। এবার হয়েছে। কিন্তু এ বিষয়ে সৌদির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি। হয়তো এবার ফরমাল সাইনিং হবে। আরেকটা সিকিউরিটি কো-অপারেশন নিয়ে হতে পারে।

নিরাপত্তা সহযোগিতাসহ চুক্তির আওতায় কোন বিষয়গুলো থাকছে- এমন প্রশ্নের জবাবে সচিব মাশফি বলেন, প্রায় ২২ থেকে ২৬ লাখ বাংলাদেশি সৌদিতে আছেন। তাদের নিরাপত্তা বিষয় থাকবে, সেখানে মানি লন্ডারিংয়ের মতো বিষয়গুলো থাকতে পারে।