ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দুইদিন পর একটি ছয় বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। সিয়ানজুরে বৃষ্টির মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় ছেলেটিকে তার দাদীর লাশের পাশে পাওয়া গেছে।
বুধবার(২৩শে নভেম্বর) সিয়ানজুরে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে ছয় বছর বয়সী ছেলেটিকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা। ভূমিকম্পের আঘাত থেকে বাঁচতে এই শিশুটিকে একটি ম্যাট্রেস(গদি) সুরক্ষা দিয়েছে।
আজকা মাওলানা মালিক নামের শিশুটি ঘটনাস্থলে দুই দিন ধরে আটকে ছিল এবং তার মৃত দাদির লাশের পাশে জীবিত অবস্থায় চাপা পড়ে ছিল।
স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে উদ্ধারকারী দল তাকে নিরাপদে তুলে নেওয়ার পর শান্ত দেখায় শিশু আজকাকে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতালের বাইরে একটি তাঁবুতে আজকার হাত ধরে থাকাকালীন আত্মীয় সালমান আলফারিসি বলেছেন “আজকা এখন ভালো আছে, ডাক্তার বলেছেন যে ও কেবল দুর্বল কারণ ও ক্ষুধার্ত।”
সোমবার(২১শে নভেম্বর) ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে শিশু আজকার মা নিহত হয়েছে বলেও জানায় এ আত্মীয়। তিনি আরো বলেন, “সে এখন বাড়ি যেতে চায়। ঘুমন্ত অবস্থায় সে তার মার কথা জিজ্ঞেস করছে।”
ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে ৫.৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৭১, তবে কর্তৃপক্ষ আশা করছে যে সংখ্যাটি আরো বাড়বে কারণ কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছানো যায়নি এবং ভারী বর্ষণ উদ্ধার প্রচেষ্টা ব্যাহত করেছে। এ ঘটনায় এখনো প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে এবং ২,০০০ এরও বেশি আহত হয়েছে।
অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান হেনরি আলফিয়ান্দি জানান, বৃষ্টি এবং আফটারশকে আরও ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশটিতে নানা জায়গায় বুধবার বিকেলে ৩.৯ মাত্রার কম্পন সহ ১৭০ টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।