দু’বছর পর এবার সংক্ষিপ্ত আকারে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৩ই অক্টোবর) সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এতথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি আরো জানান, এবারও দুইভাগেই ইজতেমার আয়োজন করা হবে।
প্রথমে বাংলাদেশের আলেম-ওলামাদের মাওলানা যোবায়ের অনুসারীদের ১৩ই জানুয়ারি, ২০২৩ থেকে ১৫ই জানুয়ারি। দ্বিতীয় পক্ষ মাওলানা সাদপন্থীদের ২০ থেকে ২২শে জানুয়ারি ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পক্ষ ইজতেমা সেরে মাঠ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবে, পরে দ্বিতীয় পক্ষ ইজতেমার আয়োজন করবে।
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা মহামারি করোনার কারণে গেল দুই বছর অনুষ্ঠিত হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের মুসলমানরা ইজতেমায় অংশ নিয়ে থাকেন। তাবলিগ জামাতের মুরব্বিরা জানান, ২০২৩ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য অনেক দিন থেকেই সরকারের সঙ্গে কথা বার্তা চলছিল।