দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টারস প্রতিযোগিতায় জয় পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।
সোমবার রাতে তৃতীয় রাউন্ডে ফাহাদ রহমান হারিয়েছেন কাজাখস্তানের আন্তর্জাতিক মাস্টার দাবাড়– নুরম্যান আলুয়াকে।
ফাহাদের বিরুদ্ধে কাজাখস্তানের এই দাবাড়– তেমন কোন প্রতিরোধই গড়তে পারেননি। চতুর্থ রাউন্ডে ফাহাদ লড়বেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাখিদভ জাখগিরের বিপক্ষে। তিন রাউন্ড শেষে ফাহাদ ২ পয়েন্ট পেয়েছেন।