ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ট্রান্সফার ফি নিয়ে দুর্নীতির মামলা থেকে মুক্তি পেয়েছেন নেইমার জুনিয়র।
স্পেনের আইনজীবীরা শুক্রবার আদালতের কাছে নেইমারের বিরুদ্ধে করা প্রতারণা ও দুর্নীতির অভিযোগ তুলে নেওয়ার কথা বলেছেন।
ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমারের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি আদালত।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। বার্সেলোনার সাথে চুক্তির অঙ্ক কম দেখানোসহ তার বিরুদ্ধে ওঠে কর ফাঁকির অভিযোগ। নেইমারের বিরুদ্ধে মামলা করে ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। প্রতিষ্ঠানটির অভিযোগ, নেইমারের সান্তোস-বার্সেলোনা দলবদলে আসল অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি। এতে ডিআইএস স্বত্ব অনুযায়ী যে টাকাটা পাওয়ার কথা ছিল তার চেয়ে কম পেয়েছে।
এ মামলায় নেইমার ও তার বাবা-মাসহ পাঁচজনকে আসামি করা হয়। দোষীদের ৫ বছরের জেল ও ১৪৪ কোটি টাকা দাবি করে প্রতিষ্ঠানটি।
অভিযোগ অস্বীকার করে ২০১৭ সালে স্পেনের উচ্চ আদালতে আপিল করেছিলেন নেইমার। কিন্তু হেরে যাওয়ায় বিচার প্রক্রিয়া শুরু করা হয়। তবে, নেইমারের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেনের একটি আদালত।
আইনজীবীদের কাছে থেকে নির্দোষ আখ্যা পাওয়ার টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন নেইমার। লিখেছেন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বর আপনাকে দেখাবেন আপনি কতটা শক্তিশালী।