বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

দেশজুড়ে শোক দিবসের নানা কর্মসূচি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৫, ২০২২
দেশজুড়ে শোক দিবসের নানা কর্মসূচি

সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ১৫ই আগস্টের শহীদদের। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও রয়েছে শোক শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন।

দেশজুড়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের।

দিবসটি উপলক্ষে চট্টগ্রামে প্রশাসনের উদ্যোগে নগরীতে শোক শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতাকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায়নি। তাঁর চেতনা ও আদর্শের মৃত্যু নেই।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে দিবসটি। ছিলো রক্তদান কর্মসূচি ও সেদিনের শহিদদের জন্য বিশেষ মোনাজাত।

খুলনায় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয। পরে শোক শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ।

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। এর আগে, দলের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এছাড়া দোয়া মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতিকৃতিতে। টাঙ্গাইলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এছাড়া, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুমিল্লাসহ সারাদেশে পালিত হচ্ছে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।


এ বিভাগের অন্যান্য সংবাদ