শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
আপডেট : এপ্রিল ১১, ২০২৪
দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা

দেশবাসিকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান সামাজিক মাধ্যমে নিজস্ব প্রোফাইল থেকে পোস্ট দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেন ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈদ মোবারক।’

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম নিজের এলাকা বগুড়ায় নামাজ আদায়ের পর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

তরুণ পেসার শরিফুল ইসলামও ভক্তদের সঙ্গে ঈদের খুশি শেয়ার করেছেন।

এছাড়াও তরুণ ক্রিকেটাররা প্রায় সবাই ঈদের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সন্তান ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশেপাশের সবাইকে নিয়ে ঈদ আনন্দে কাটুক।’

এদিকে, ‘ ঈদুল ফিতরের এই বরকতময় সময়ে আল্লাহর রহমতে আপনার জীবন আনন্দ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ঈদ মোবারক!’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যাতি। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের আরও অনেকেই।


এ বিভাগের অন্যান্য সংবাদ