মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

দেশের জনগণের জন্য ভালো করতে চান শ্রীলঙ্কার অধিনায়ক

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৩, ২০২২

অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। দেশটি জুড়ে চলছে তীব্র আনন্দোলন, আনন্দোলন দমাতে আবার জারি করা হচ্ছে কারফিউ। এতোসব সমস্যার মধ্যেও বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা টেস্ট দল। এই সফরে টাইগারদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে লঙ্কানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী রোববার (১৫ মে) অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। তার আগে শুক্রবার (১৩ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়েছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি জানিয়েছেন, আপাতত তাদের পুরো মনোযোগটা ক্রিকেটেই।

করুণারত্নে বলেছেন, ‘সবাই জানে কী হচ্ছে। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি আর এটাই একমাত্র জিনিস যে আমরা ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি। আমরা কেবল ভালো একটা ফল আনতে পারি দেশে থাকা জনগণের জন্য। ’

প্রথম টেস্টে টাইগার একাদশে সাকিব আল হাসান এখনো নিশ্চিত না হলেও তাকে নিয়ে তাকে নিয়ে পরিকল্পনা করে রেখেছে লঙ্কানরা। সকিব প্রসঙ্গে লঙ্কান কাপ্তান বলেন, ‘সাকিব যখন ওখানে ছিল তাকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল সুতরাং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছেও। সে বিশ্বসেরা অলরাউন্ডার সুতরাং অন্যদের নিয়েও আমরা ধাপে ধাপে পরিকল্পনা রেখেছি। আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো এবং দেখা যাক কি হয়। ’

নিজ দেশে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর দুই দেশের কন্ডিশনও প্রায় একই হওয়ায় তারা ভালোভাবে প্রস্তুত উল্লেখ করে করুণারত্নে বলেন, ‘আমি মনে করি শ্রীলঙ্কাতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি কয়েক সপ্তাহ ধরে। কন্ডিশন প্রায় একই রকম তাই আমি মনে করি প্রস্তুতি ম্যাচ খুব বেশি পার্থক্য গড়ার কথা না। আমরা এখানেও বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুত। ’


এ বিভাগের অন্যান্য সংবাদ