মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই বিলিয়ন ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের দেশের মোট রিজার্ভ ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার ‘পরিকল্পনার কাজ শেষ, শিগগিরই শ্বেতপত্র লেখার কাজ শুরু করবে কমিটি’ ইসির নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার তারল্য সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ফের তিন দিনের রিমান্ডে মেনন মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড সাবেক রেলমন্ত্রী সুজন ৩ দিনের রিমান্ডে ভারতের মুসলিম সম্প্রদায় নিয়ে বিস্ফোরক মন্তব্য খামেনির গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬ শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা নতুন টি-টেন লিগে ডাক পেলেন সাকিব-তামিম

দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী বৈশ্বিক পরিস্থিতি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৯, ২০২২
দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী বৈশ্বিক পরিস্থিতি

আওয়ামী লীগের লুটপাট বা ভুল সিদ্ধান্তের জন্য নয় দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। শিগগিরই এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে কিনা তাও তাদের জানা নেই। তবে এই সংকট কাটিয়ে উঠতে প্রত্যেক নাগরিকের সহযোগিতা দরকার বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতারা।

আয় আর ব্যয়ের ব্যবধানে পড়ন্ত অর্থনীতি। সংকট মোকাবেলায় তড়িঘড়ি ব্যয় সংকোচনসহ নানা পদক্ষেপ সরকারের। অর্থনৈতিক সংকট নিয়ে বিরোধীদের সমালোচনাকে পাত্তা না দিয়ে ক্ষমতাসীনরা বলছেন, এই সংকট বাংলাদেশের একার না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, সমস্যাটা কিন্তু অনেক জটিল। এটা কিন্তু সিম্পল কোন সল্যুশন না যে একজনকে বাদ দিয়ে দিলাম আরেকজনকে আনলাম সে সব সমাধান করে দেবে। আর এই সমস্যা শুধু আমাদের না গোটা পৃথিবীর জন্য আজকে এই সমস্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এই সংকটটা দেশের সকলকে মিলেই আমাদের উত্তোরণ করার পথ খুঁজতে হবে। পথ বাতলে দিয়েছেন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যে পদক্ষেপের কারণে ইতোমধ্যে ইতিবাচক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি।

তাদের মতে, ভঙ্গুর অর্থনীতি শিগগিরই পুনরুদ্ধার না হলেও সরকারের নেয়া পদক্ষেপ মানুষের কষ্ট কমাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, সারা পৃথিবীতে যে অর্থনৈতিক মন্দা আমার মনে হয় না যে কোন ফরচুন টেলারও সক্ষম হবে না কোন কিছু বলার জন্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আগামী একটা মাস যদি আমরা এভাবে চলতে পারি আমার বিশ্বাস বাংলাদেশের অর্থনীতি আবার আগের মতোই স্বাভাবিক অবস্থায় উর্ধ্বমুখী থাকবে।

সেই সঙ্গে প্রত্যেক নাগরিককেই সংকট মোকাবেলায় নিজ অবস্থানে থেকে সহযোগিতার আহ্বানও তাদের।


এ বিভাগের অন্যান্য সংবাদ