বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

দেশের বাইরে প্রথম ম্যাচসেরা তাইজুল

স্পোর্টস ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৪, ২০২৪
দেশের বাইরে প্রথম ম্যাচসেরা তাইজুল

টেস্ট ক্রিকেট তাইজুল ইসলাম খেলছেন দীর্ঘ ১০ বছর ধরে। লম্বা এই সময়ে অভিজ্ঞতার ঝুলিও তার বেশ পূর্ণ। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ হওয়াতে তাইজুলের ওপর দলের প্রত্যাশার পারদও বেশিই থাকে। ১০১ রানে জেতা জ্যামাইকা টেস্টেও এর ব্যতিক্রম ছিল না। ইনিংসে ১৫তম বার নিয়েছেন পাঁচ উইকেট, দেশের বাইরে পঞ্চমবার। এবারের ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ম্যাচ জেতানো বোলিং ফিগার নিয়ে তাইজুল হাসছেন তৃপ্তির হাসি। দলের চাওয়া পূরণ করতে পেরে খুশি।

ওয়েস্ট ইন্ডিজের সামনে শেষ ইনিংসে লক্ষ্য ছিল মোটামুটি বড়। এরপর দল তাকিয়ে ছিল তাইজুল ইসলামের দিকে। দলের সেই দাবি অনুভব করতে পারছিলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। সেভাবেই তিনি নিজেকে মেলে ধরলেন স্যাবাইনা পার্কের ২২ গজে। ব্যস, দলকে জিতিয়ে ম্যাচ সেরা তিনিই!

জ্যামাইকা টেস্টের শেষ ইনিংসে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। টেসট ক্যারিয়ারে পঞ্চদশবার পেলেন তিনি এই স্বাদ।

ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩০ মিনিট ক্রিজে কাটান তিনি, দ্বিতীয় ইনিংসে ৮০ মিনিট। বড় ইনিংস খেলতে পারেননি। তবে ৬৬ বলে ১৬ ও ৫০ বলে ১৪ রানের ইনিংসটি দুটি ম্যাচের প্রেক্ষাপটে ছিল মূল্যবান। ম্যাচ সেরায় তাকে বেছে নেওয়া কারণ হিসেবে বোলিংয়ের পাশাপাশি তার ব্যাটিংয়ের কথাও বললেন সঞ্চালক। টেস্ট ক্যারিয়ারে আগে দুই দফায় ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন তিনি। একটি মিরপুরে, আরেকটি সিলেটে। দেশের বাইরের দেশে ম্যাচ-সেরা হতে পারলেন তিনি প্রথমবার।


এ বিভাগের অন্যান্য সংবাদ