বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ‘ঐতিহাসিক’ প্রস্তাব পাস, ভারতসহ ভোট দেয়নি ৪৩ দেশ ইসরায়েলে নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি লেবাননজুড়ে দ্বিতীয় দফায় পেজার বিস্ফোরণ, নিহত ২০ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার আরেকটি হত্যা মামলায় আসামি শেখ হাসিনা-রেহানা-জয়সহ ২১৬ জন আনিসুল হক ও সালমান এফ রহমান ফের ৫ দিনের রিমান্ডে ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক হচ্ছে না পলিথিন ব্যাগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: পরিবেশ উপদেষ্টা আন্দোলনে নিহতের পরিবার প্রাথমিকভাবে পাবে ৫ লাখ, আহত ১ লাখ অর্জিত বিজয় যেন নষ্ট না হয়: মির্জা ফখরুল রাষ্ট্র পুনর্গঠনের তাগিদ ফরহাদ মজহারের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মুহাম্মদ আবদুল্লাহ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

রিপোর্টারের নাম :
আপডেট : জুলাই ১৭, ২০২২
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মানভেদে ভরিতে মূল্যবান ধাতুটির মূল্য কমেছে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দর কমে দাঁড়াচ্ছে ৭৭ হাজার ২১৬ টাকা। এতদিন তা ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

রোববার (১৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে। সেই অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই দেশের বাজারে দামি ধাতুটির মূল্য কমানো হয়েছে।

১৮ জুলাই থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের ভরিতে পড়বে ৭৩ হাজার ৮১৬ টাকা। ১৮ ক্যারেটের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ১১৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দর ধরা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি ধাতুটি মূল্য ধার্য করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ