শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮! তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান ড. ইউনূসের আগামী মঙ্গলবার নিউইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলের বন্যায় ২০ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছে বিএনপি গাছ কাটা থেকে পরীক্ষা সবখানেই রূপার ভাগ রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি ‘ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়’ বিএনপির ত্রাণ তহবিলে এখনও ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ মাধ্যমিক পর্যায়ে এখনো ৩৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ছে! কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স শামীম হত্যা: জাবির ৮ শিক্ষার্থীর নামে মামলা খাগড়াছড়িতে দুপক্ষের সংঘর্ষে নিহত ৩, ১৪৪ ধারা জারি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক
আপডেট : জুন ১৬, ২০২৪
দেশের বিভিন্ন স্থানে আজ ঈদ উদযাপন

প্রতিবারের মতো এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ রোববার সকালে ঈদ জামাত আদায়ের মাধ্যমে এ উদযাপন শুরু হয়।

সৌদির সঙ্গে মিল রেখে বরিশাল জেলার পাঁচ উপজেলায় প্রায় পাঁচ হাজার পরিবার ঈদ উল আজহা উদযাপন করছে। জেলার প্রায় অর্ধশত মসজি‌দে রোববার (১৬ এপ্রিল) সকালে জামায়াত অনু‌ষ্ঠিত হয়। এরপর ধর্মপ্রাণ মুসুল্লিরা পশু কোরবানি দেন।

বরিশাল নগরীর সাগরদীর তাজকাঠী মিয়াবাড়ী এলাকার জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ গোলাম কিবরিয়ার ইমামতিতে অনুষ্ঠিত নামাজে কয়েকশ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ব‌রিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে সহস্রাধিক পরিবার ঈদের নামাজ আদায় করেছে। এ তথ্য জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি মমিন উদ্দিন কালু।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ীর জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান, আশপাশের প্রায় ৫০০ পরিবার রোববার ঈদ পালন করছে। একইভাবে বরিশাল নগরীসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা আগাম ঈদ পালন করছে। এ ছাড়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ পাঁচ থেকে ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবারে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামে আড়াই হাজার অনুসারী রয়েছেন।

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে চাঁদপুরের অর্ধশত গ্রামের মানুষ। সকাল ৮টা ৪০ মিনিটে হাজীগঞ্জে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ সময় সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। ঈদের দ্বিতীয় জামাত পরিচালনা করেন আবু ইয়াহয়িা জাকারয়িা মাদানী।

জেলার হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ, উপজলোর সাদ্রা, সমশেপুর, অলপিুর, বলাখাল, মনহিার, কচুয়া ও শাহরাস্তসিহ আরও বেশ কয়কেটি উপজলোর অর্ধশত গ্রামের বাসিন্দারা এ ধর্মীয় উৎসবে শামিল হয়েছেন।

হাজীগঞ্জরে সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফ চৌধুরী সাদ্রাভী জানান, মরহুম মাওলানা ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন। তারপর থেকে সেই ধারায় তাঁরা ঈদ পালন করছেন।

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আজ রোববার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার ভাড়খালি গ্রামের পাঞ্জেগানা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা মাহবুবুর রহমান ঈদের জামাতে ইমামতি করেন। এছাড়া সাতক্ষীরা সদরের বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করা প্রসঙ্গে মাওলানা মাহবুবুর রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সারা পৃথিবীতে একই দিনে ঈদ করার বিষয়ে ইসলামি সহযোগতিা সংস্থার (ওআইসি) সিদ্ধান্ত রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাতক্ষীরার এই ইমাম।

এদিকে দিনাজপুরে সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিদের একটি অংশ। দিনাজপুর শহরের চারুবাবুর মোড় এলাকার পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে খুতবায় একই দিনে ঈদ ও কোরবানি করার যৌক্তিকতা তুলে ধরা হয়। এ সময় পবিত্র কোরআনের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয়।

ঈদুল আজহার আগাম নামাজ আদায়কারীদের মধ্যে কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজলোয় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে দিনাজপুর সদর উপজলোসহ আরও কয়েকটি উপজলোর বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়।

সৌদির সঙ্গে মিল রেখে পটুয়াখালীর সাত গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমানদরে অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আজ রোববার সকাল সাতটায় কলাপাড়ার ধানখালী ইউনয়িনরে উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজয়িা দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর শহররে নাইয়াপট্টি, ধানখালী, চম্পাপুর,লালুয়া, উত্তর লালুয়া মাঝি বাড়ি, লতাচাপলি ও ফুলতলী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ছে। এখানকার আগাম ঈদ উদযাপনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরচিতি। প্রায় ১০০ বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তাঁরা।

সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামেও আজ রোববার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামে মুসল্লিরা আজ ঈদুল আজহা উদযাপন করছেন।

এদিন সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা ইসহাকের (র.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ